
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ছাত্র সংগঠন গুলোকে সহনশীল হওয়ার আহ্বান জানান রাবি ইসলামী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যাম্পাসের পরিববন চত্ত্বর ও শহীদ বুদ্ধিজীবী চত্ত্বরে ঘটে যাওয়া ঘটনার পরে ওই রাতেই একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাবি ইসলামী ছাত্র আন্দোলন এ আহ্বান জানান।
এক যৌথ বিবৃতিতে শাখা সভাপতি মো: মাহবুব আলম ও সাধারণ সম্পাদক মো: পারভেজ আকন্দ বলেন, ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ কখনোই কাম্য নয়। নিজেদের মধ্যে সহনশীলতা, সহমর্মিতা, সৌহার্দপূর্ণ আচরণ থাকাটা অতীব জরুরি। নিজেরা সংঘর্ষে লিপ্ত হলে ছাত্র রাজনীতি প্রশ্নের সম্মুখীন হবে।আজকের সংঘর্ষে তৃতীয় পক্ষের উসকানি রয়েছে কি না তা খুঁজে বের করতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, রাজনৈতিক মতাদর্শ চর্চায় প্রতিটি দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে লক্ষ্যে প্রশাসনকে হামলার ঘটনা সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।
উল্লেখ্য, ২৭ মে মঙ্গলবার শাহাবাগীদের বিচারের দাবীতে রাবি ‘শাহাবাগ বিরোধী ছাত্র ঐক্য’ মঞ্চের বিক্ষোভ মিছিল চলাকালীন একই সময়ে ‘গণতান্ত্রিক ছাত্রজোট’ এর মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় নিজেদের স্লোগান কেন্দ্র করে দুটি সংগঠনের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।