
স্টাফ রিপোর্টারঃ আগামী ২১ শে জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাসিক মেয়রের পক্ষে প্রচারণা চালাচ্ছে খ্রীষ্টানীয় মিশন হাসপাতালে সিনিয়ার মেডিকেল অফিসার ডাঃ অনিন্দ্য কান্তি ঘোষ।গত ২৭ মে বিকাল ৫ ঘটিকায় রাজশাহী মহানগরী মথুরডাঙ্গা এলাকা থেকে সাবেক রাসিক মেয়রের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা।নির্বাচনী প্রচারণা টি নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় রাসিক সাবেক মেয়রের উন্নয়নের দৃশ্য সাধারণ জনগন মাধে তুলে ধরেন। ডাঃ অনিন্দ্য কান্তি ঘোষ বলেন উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে লিটন ভাই ছাড়া কোন বিকল্প নাই।