
সাইদুর রহমান, সিংড়া প্রতিনিধি:
সিংড়ায় অনেকদিন পর বৃষ্টিতে জনজীবনে স্বস্তির কথা হলেও শিলাবৃষ্টি কেরে নিয়েছে কৃষকের মুখের হাসি। সোমবার রাত ১১টায় দমকা হাওয়া সাথে শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ১০ মিনিট ধরে চলা শিলা বৃষ্টিতে কোথাও কোথাও শিলা স্তুপ জমে যায়। উপজেলার ১২ টি ইউনিয়নে শিলা বৃষ্টিতে শাক-সবজি আম, লিচু,ধান,ভুট্টা ও রসুন সহ সকল প্রকার ফসলের ব্যপক ক্ষতি হয়েছে।
লিচু বাগান চাষী ইয়ার আলী জানান, লিচুর মুকুল ও কুড়ি ফল ঝড়ে গেছে শিলা বৃষ্টিতে।এতে এবছর লিচুতে লোকসান এর আশংকাও করছেন তিনি।
কৃষক আমজাদ জানান তার জমির ধান ভেঙ্গে কাদার সাথে মিশে গিয়েছে। আরেক কৃষক হাচেন মিঞা জানান তার জমির রসুন অতিরিক্ত শিলার কারনে মাটির সাথে নুইয়ে পড়েছে।
তাছাড়া পেয়ারা সহ সকল প্রকার ফলের বাগানের ফল ঝড়ে যাওয়া, শিলার আঘাতে নষ্ট হওয়া, ডালপালা ভেঙ্গে যাওয়া সহ ব্যপক ক্ষতি লক্ষ্য করা যায়।