Home » সিরাজগঞ্জ ইকোনোমিক জোনে পিডিএল বেজ ক্যাম্পে ডাকাতির ঘটনায় ০২ জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার

সিরাজগঞ্জ ইকোনোমিক জোনে পিডিএল বেজ ক্যাম্পে ডাকাতির ঘটনায় ০২ জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার

ডাকাতির ঘটনায় ০২ জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার

by নিউজ ডেস্ক
১২ views

ডাকাতির ঘটনায় ০২ জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার

নতুন মাত্রা ডেক্সঃ বাংলাদেশ পুলিশ জনগণের জান ও মালের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। দেশের সংকটকালীন মূহুর্তে জনগণের পাশে দাঁড়াতে বাংলাদেশ পুলিশ কখনো পিছপা হয় না। সেই লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার পুলিশ হত্যাকান্ড, সংঘবদ্ধ ডাকাতিসহ চাঞ্চল্যকর যেকোন ঘটনায় দ্রুত সাড়া দিয়ে ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিতকল্পে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।  

গত ০১/১১/২০২২ তারিখ রাত্রি অনুমান ০১.০৫ ঘটিকা হতে রাত্রি অনুমান ০৩:০০ ঘটিকা পর্যন্ত সিরাজগঞ্জ থানাধীন ইকোনোমিক জোন, খাস বড়শিমুল, সয়দাবাদ, সিরাজগঞ্জ এর পিডিএল বেজ ক্যাম্পে (যমুনা নদীর তীরে) অজ্ঞাতনামা ১২/১৫ জন সংঘবদ্ধ ডাকাত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইকোনোমিক জোন, সিরাজগঞ্জ এর পিডিএল বেজ ক্যাম্পের তিনজন নিরাপত্তা কর্মীকে মারপিট করে মোবাইল সেট, লোহার রড, জিআই তার, ব্যাটারী, পাম্প, সিমেন্ট, ইলেকট্রিক ক্যাবল, টুলবক্স, পাইপ, ডিজেলসহ সর্বমোট ৮,৭৬,১০৫/- টাকার মালামাল লুন্ঠন করে ইঞ্জিন চালিত নৌকায় উঠিয়ে ডাকাতরা যমুনা নদীর পশ্চিম দিকে চলে যায়।

চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনাটি দেশব্যাপি আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়। সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয় এই ডাকাতির সাথে জড়িত ব্যক্তিদের সনাক্তের জন্য একটি চৌকস টিম গঠন করেন। পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়ের নির্দেশে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হুমায়ুন কবির ডাকাতির সাথে জড়িত ব্যক্তিদের সনাক্তের জন্য পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব সুকোমল চন্দ্র দেবনাথ, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) জনাব সুমন চন্দ্র দাস ও সিরাজগঞ্জ থানার অফিসারদের সার্বিক দিক-নির্দেশনা প্রদান করেন। সিরাজগঞ্জ সদর থানার চৌকস এই টিমের দূরদর্শী কার্যক্রম এবং সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নিবিড় তত্বাবধানের কারণে ডাকাতির সহিত জড়িত ব্যক্তিদের সনাক্তপূর্বক বিভিন্ন এলাকায় নিদ্রাহীন, বিরামহীন ও নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ১। মোঃ আমিরুল ইসলাম (৩০), পিতা-মোঃ বাছেত আকন্দ ও ২। মোঃ আব্দুল্লাহ (৩৫), পিতা-মোঃ হযরত আলী, উভয় সাং- বড়শিমুল পঞ্চসোনা, থানা ও জেলা-সিরাজগঞ্জ’দ্বয়কে গ্রেফতার এবং লুন্ঠিত লোহার রড ১২৪৪ কেজি ও ডাকাতি কাজে ব্যবহৃত ০২ টি ইঞ্জিন চালিত নৌকা উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সার্বিক আইনানুগ প্রস্তুতি শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

banner

মিডিয়া ব্রিফটি মিডিয়া অফিসার জনাব মোঃ নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সিরাজগঞ্জ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), অফিসার ইনচার্জ, সিরাজগঞ্জ থানা, ওসি ডিবি, ডিআইও-১ ও সিরাজগঞ্জ থানার চৌকস টিমের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: