
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডের ফৌজদারহাট যাত্রীবাহী বাস (স্টার লাইস) নিয়ন্ত্রন হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে মধ্যবয়সী অজ্ঞাত (৪৫)একজন নিহত ও ১৫ জন যাত্রী আহত হয়,এদের মধ্যে সাতজনের অবস্হা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
শনিবার (২৯ জুন) সকাল নয় টার দিকে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটে এই দূর্ঘটনা ঘটে।
বারআউ হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ প্রতিনিধি কে জানায়,সকাল সাথে আট টায় নগরীর বড়পুল এলাকা থেকে ষ্টারলাইন বাসটি ছেড়ে আসলে কালুশাহ অভারব্রীজ পার হয়ে দ্রুত গতিতে ফেনী যাচ্ছিল,ফৌজদারহাট বাসটি নিয়ন্ত্রন হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে বাসটি মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশে উল্টে যায়,এতে বাসে থাকা সকল যাত্রী নিচে আটকা পড়ে,এসময় যাত্রীদের চিৎকার পরিবেশ ভারী হয়ে পড়ে,রাস্তার দুদিক যানজট ও সৃষ্টি হয়,খবর পেয়ে আগ্রাবাদ,কুমিরা ফায়ার সার্ভিস ঘটনাস্হলে পৌঁছে সদ্দার কাজ চালায়।বড় দুটি ক্রেন দিয়ে বাসটিকে উদ্ধার করে সরিয়ে মহাসড়ক যান চলাচল স্বাভাবিক করে,এতে এক ঘন্টা যানজট ছিল।
ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনের উপর সহকারী পরিচালক আব্দুল রাজ্জাক আমাদের সময় কে জানায়,
দূর্ঘটনার খবর শুনার সাথে সাথে আগ্রাবাদ ও কুমিরা স্টেশনের ফায়ার সার্ভিস করা মীরা ঘটনাস্হলে পৌঁছে উদ্ধার কাজ চারটায় আহত যাত্রীদের কে চমেক হাসপাতালে চিকিৎসার ব্যবস্হা করেন।
আহতদের মধ্যে কুমিল্লা চৌদ্দগ্রামের আব্দুল মোতালেব(৫২), নোয়াখালীর বেগমগন্জের আরিফুর(৩০), ফেনী সোনাগাজীর স্বপ্নটা রানী(৪৯) র অবস্হা গুরুত্বের।