
রাফি চৌধুরী, সীতাকুণ্ড ( চট্টগ্রাম)প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) অফিসে অনুষ্ঠিত স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠান সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্ব অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, ভাইস চেয়ারম্যান কাজী গোলাম মহিউদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার তাহমিনা আরজু ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন।
সীতাকুণ্ডে ইউনিয়ন ভূমি অফিসে সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা দেয়ায় ভাটিয়ারী ইউনিয়ন ভূমি অফিস পেযেছেন সম্মাননা। অতিথিদের কাছ থেকে সম্মাননা গ্রহণ করছেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা আহসান উল করীমনহ কর্মকর্তাবৃন্দ।
এছাড়া ভূমি বিষয়ে সচেতনতা মূলক প্রতিযোগীতায় বিজয় হয়েছেন চার শিক্ষার্থী।
আলোচনা সভা শেষে “ভূমি সেবা সপ্তাহ-২০২৪”উপলক্ষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ‘স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক” প্রসারে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত সেমিনার ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এসময় বিজয় চারজন শিক্ষার্থীর হাতে পুরুস্কার তুলেদেন অতিথিরা। এছাড়াও “ভূমি সেবা সপ্তাহ-২০২৪” কে সফল করায় বিশেষ অবদান রাখায় “ইউনিয়ন ভূমি অফিস,ভাটিয়ারীকে” বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।