
গুঞ্জন ছিলো প্রবল। সেই গুঞ্জনই অবশেষে সত্য হলো। গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে চলে এলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাকে পেতে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে বিক্রি করে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

ছবি: সংগৃহিত
দীর্ঘ প্রতীক্ষিত এই দল বদল সম্পন্ন হয়েছে রোববার। একদম নগদ অর্থে ৩০ বছর বয়েসী হার্দিক ফিরেছেন চারবারের চ্যাম্পিয়নদের ডেরায়। যেখানে ২০১৫ সালে শুরু করেছিলেন আইপিএল ক্যারিয়ার।
সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
হার্দিককে মোটা অঙ্ক দিয়ে দলে ভেড়াতে নির্ধারিত বাজেটে হচ্ছিল না মুম্বাইর। একজন খেলোয়াড়কে তাই বিক্রি করতেই হতো। ভারতীয় সাড়ে ১৭ কোটি রুপিতে গ্রিনকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর কাছে ছেড়ে দিয়েছে তারা। হার্দিককে পেতে মুম্বাইকে কত খরচ করতে হচ্ছে তা অবশ্য এখনি জানা যাচ্ছে না।
যদিও গ্রিনকে বিক্রি করায় হার্দিককে কেনার পরও নিলামে কম টাকা নিয়ে যাবে না মুম্বাই। আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে বেশ ভালো দান মারার অবস্থায় থাকবে আইপিএলের অন্যতম সফল দল।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, হার্দিকের গুজরাট ছেড়ে মুম্বাই আসা, গ্রিনের মুম্বাই ছেড়ে বেঙ্গালুরুর যাওয়া নিয়ে তিন ফ্র্যাঞ্চাইজির পুরোপুরো চুক্তি সম্পন্ন হয়ে গেছে।
ক্রিকবাজ আগে জানিয়েছিল, নিলামের এক সপ্তাহ আগ পর্যন্ত ট্রান্সফার উইন্ডো খোলা থাকবে। অর্থাৎ ১২ ডিসেম্বর পর্যন্ত নিজেদের ভেতর আলোচনার ভিত্তিতে খেলোয়াড় কেনা-বেচা করতে পারবে দলগুলো।