
অভিলাষ দাস তমাল: আজ বিশ্বব্যাপী বাঙালির মৈত্রী সম্প্রীতি ও চেতনার ঐক্যসূত্রের জাগরণের দিন বাংলা নববর্ষ ১লা বৈশাখ। জাগতিক নিয়মের পথ পরিক্রমায় বছর শেষে আমাদের মধ্যে আবার এসেছে নতুন বছর । নতুন বছর সকলের জীবনে শান্তি, আনন্দ এবং সমৃদ্ধি বয়ে আনুক”
অদ্য ১৪-০৪-২০২৩ খ্রিঃ, সকাল ১০:০০ ঘটিকায় ১লা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে “শুভ নববর্ষ ১৪৩০” এর মঙ্গল শোভাযাত্রা, বর্ষবরণ উৎসব, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ উৎসবে উপস্থিত ছিলেন এ বি এম মাসুদ হোসেন, বিপিএম(বার) পুলিশ সুপার, রাজশাহী। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধবতন কর্মকর্তরা।