
রাবি প্রতিনিধি:
১৮ ফেব্রুয়ারি জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ড. জোহার কবরে দোয়া ও শ্রদ্ধা নিবেদন শেষে এ দাবি করেন ফোরামের সভাপতি অধ্যাপক ড মো. আবদুল আলীম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আমীরুল ইসলাম সহ ফোরামের নেত্রীবৃন্দ।
ফোরামের নেতৃবৃন্দ বলেন, শহীদ শামসুজ্জোহা স্যার শিক্ষক সমাজের আইডল। তিনি একজন শিক্ষার্থীবান্ধব মানুষ ছিলেন। ৬৯ এর গণ অভ্যুত্থানের অগ্রনায়ক ছিলেন অধ্যাপক ড জোহা। তিনি পাকিস্তান হানাদার বাহিনীর সামনে থেকে নিজের জীবন বিপন্ন করে নিজের রক্তের বিনিময়ে ছাত্রদের রক্ষা করেছিলেন । আর তার সেদিনের সেই বুকের রক্তই বাংলাদেশের স্বাধীনতার সুর জোরে সোরে বেজে উঠেছিল এবং বাংলাদেশ হয়েছিল স্বাধীন। আমরা হয়েছি স্বাধীন দেশের নাগরিক। কিন্তু আজ আমাদের মাঝে ড জোহা নেই । কিন্তু তার অবদানের কথা ভুলতে পারিনা। তার জন্য আমরা কিছুই করতে পারি নাই। কিন্তু তার এই আত্মত্যাগ আমরা কখনও ভুলতে পারি না।
ড জোহার সাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে ফোরামের নেত্রীবৃন্দ বলেন শিক্ষার্থীদের জন্য জীবন উৎসর্গ করা এ মহান ব্যক্তির শাহাদাত দিবসকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণা করা সময়ের দাবি। রাবি জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে আমরা এই দিবসকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করার জন্য অন্তরীণ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. রেজাউল করিম, প্রফেসর হাবিবুর রহমান, প্রফেসর এনামুল হক, প্রফেসর ড ফরিদুল ইসলাম, প্রফেসর ড দিল আর হোসিন, প্রফেসর ড. মামুনুর রশীদ, প্রফেসর সাইফুল ইসলাম ফারুকী, প্রফেসর মতিয়ার রহমান, প্রফেসর ড ফজলুল হক, প্রফেসর ড আনিসুর রহমান,প্রফেসর ড. কুদরত-ই- জাহান, প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম, প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ড. মো. খালেদুজ্জামান, প্রফেসর ড. মাহবুবুর রহমান