Home » ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর সুমনের নির্বাচনী প্রচারণা ও উন্নয়ন সভায় এলাকাবাসীর জনসমুদ্র

১৯ নং ওয়ার্ড কাউন্সিলর সুমনের নির্বাচনী প্রচারণা ও উন্নয়ন সভায় এলাকাবাসীর জনসমুদ্র

by নিউজ ডেস্ক
views

রাজীব আলী রাজশাহীঃ গত ৬ মে শনিবার সন্ধা ৬ ঘটিকার লসময় ছোটবনগ্রাম স্কুল সংলগ্ন ঈদগা মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন এর নেতৃত্বে এই সভা সঞ্চালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন ,ফারুক, কুরবান,জোসনা,সালাউদ্দিন,আব্দুস সোহান এবং ১৯ নং ওয়ার্ডবাসী। সভায় ওয়ার্ডের বিগত দিনের উন্নয়ন মূলক কাজের কথা বলেন বক্তারা।এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় যে সুমন মানবিক কাউন্সিলর যখন পুরো বিশ্বে করেনায় মহামারীতে প্রভাব বিস্তার করেছিলো। তখন ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন ওয়ার্ডবাসীর ১০,৪৪২ জনের মাঝে ত্রান বিতরণ করেছে। এবং ২৬৮০ জনকে নগদ সহায়তা প্রদান করেছেন। এছাড়া তিনি ওয়ার্ডে ৮০ ভাগ রাস্তা,আরসিসি স্লাব সহ ৯০ ভাগ ড্রেন সম্পূর্ণ করেছেন। ২১২টি বিদুৎ পোল স্থাপন এবং ওয়ার্ডের সকল বিদ্যুৎ পোলে আলোকায়ন এর ব্যবস্থা বিমানবন্দর সড়ক স্টেডিয়াম হতে পারিজাত লেখা পর্যন্ত রাস্তা সম্প্রসারণ প্রকল্প গ্রহণ করেছেন।শেখ রাসেল শিশু পার্ক নির্মাণ কাজ সম্পন্ন করেছেন। শিরোইল কলোনী রেলওয়ে ফুটওভার ব্রিজের কাজ হতে ডাস্টবিন স্থানান্তর করে অত্যাধুনিক ডাস্টবিন রেলওয়ে মাঠসংলগ্ন নির্মাণ সম্পন্ন করেছেন। শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয় খেলার মাঠ সম্প্রসারণ ঊর্ধ্বমুখী ভবন নির্মাণ শহীদ মিনার নির্মাণ সম্পন্ন করেছেন। গর্ভবতী মা শিশুদের সকল প্রকার টিকা ও পুষ্টি সেবা প্রদান করেছেন। এছাড়াও তিনি শিশু ভাতা, হুইলচেয়ার, টিউবওয়েল স্থাপন,পরিবেশবান্ধব টয়লেট নির্মাণ,ওয়াকিং স্টিক প্রদান,জন্ম নিবন্ধন ওয়ারিশ সনদ মৃত্যুনিবন্ধন পরিষ্কার-পরিচ্ছন্নতা,সকল প্রকার প্রত্যায়ন,বাড়ি বাড়ি হতে বজ্র সংগ্রহ সহ সকল প্রকার সেবা প্রদান করে থাকেন ওয়ার্ডে গরিব দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রধান করেছেন , বয়স্কদের জন্য বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা করে দেন। ওয়ার্ডবাসী আরো বলেন ওয়ার্ডে কেউ মারা গেলে সবার আগে সুমন সেখানে পৌঁছায়। সুমন ভালো মনের ছেলে আমরা আবার সুমনকে ভোট দিয়ে জয়যুক্ত করবো।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: