
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাহে রমাযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ মার্চ) শহিদুল্লাহ কলা ভবনের সামনে ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক বেলাল হোসাইন উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, আমাদের বিভাগে গরু জবাই করে এটাই প্রথম ইফতার। ইফতার আল্লাহর এক বিশেষ নিয়ামত। হাদিসে এসেছে নবী করিম (সা.)-কে বলেন, যে ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে ইফতার করাল, আল্লাহ তায়ালা পরকালে তাদের তৃষ্ণা মিটিয়ে দেবেন। রোজাদারদের ইফতার করানো সকল ব্যক্তিকে আল্লাহ উত্তম প্রতিদান রান করুন।
এসময় বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আশরাফ-উজ-জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগের প্রফেসর ও কলা অনুষদের সাবেক ডিন এফ এম এ এইচ তাকী, প্রফেসর এম. রুহুল আমিন, প্রফেসর এম. আসাদুজ্জামান, প্রফেসর ড. এ কে এম আব্দুল লতিফ, প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন, প্রফেসর ড. মাসুদ আলম, প্রফেসর মো. রফিকুল ইসলাম, প্রফেসর মো. শফিকুল ইসলাম, প্রফেসর মো. আব্দুল হামিদ, প্রফেসর মো. আব্দুল হান্নান, প্রফেসর এবিএম সরোয়ার আলম, প্রফেসর হাবিবুর রহমান প্রমুখ।
এছাড়াও ইফতার মাহফিলে ইসলামিক স্টাডিজ বিভাগের বিভিন্ন ব্যাচের প্রায় পাঁচ’শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে ২০২২ সালে সর্বশেষ ইফতারের আয়োজন করা হয়েছিল।