

৪০ তম বিসিএস-এ যোগদানকৃত সহকারী কমিশনারগণের সাথে পুলিশ কমিশনারের পরিচিত সভা অনুষ্ঠিত
এহেসান হাবীবঃ রবিবার বেলা ৪ ডিসেম্বর, ২০২২ সাড়ে ১১ টায় আরএমপি সদরদপ্তরে ৪০ তম বিসিএস-এ যোগদানকৃত সহকারী কমিশনারগণের সাথে পরিচিত সভা অনুষ্ঠিত হয়। আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যোগদানকৃত সহকারী কমিশনারগণদের আরএমপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তিনি সদ্য যোগদানকৃত সহকারী কমিশনারগণদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) জনাব সামসুন নাহার, বিপিএম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।