
রাজীব আলী, রাজশাহীঃ আগামী ২১ শে জুন আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন।শুক্রবার গত ২ জুন রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার পর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জহিরুল ইসলাম রুবেল নগরীর চন্ডিপুর প্রেসক্লাব মাঠ থেকে এক বিশাল নির্বাচনী প্রচারণা মিছিলের আয়োজন করে। এ সময় প্রচারণা মিছিলটি নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় চন্ডিপুর প্রেসক্লাব মাঠে এসে নির্বাচনী প্রচারণা সমাপ্ত ঘোষণা করে। এ সময় জহিরুল ইসলাম রুবেল এবং তার সমর্থকরা নির্বাচনী প্রচারণা মিছিলে উপস্থিত ছিলেন।