
রাতুল সরকার রাজশাহীঃ গত ২২ এপ্রিল ২০২৩ পালিত হলো মুসলিম ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর মুসলিম ধর্মালম্বীরা এই উৎসব পরিবার এবং আত্মীয় স্বজনদের সাথে পালন করে থাকে। কিন্তু উঁচু চার দেয়ালের মধ্যে যারা কারাভোগ করছে কেমন কেটেছে তাদের ঈদের দিন। জানতে চাইলে রাজশাহীর কেন্দ্রীয় কারাগারের জেলার নিজাম উদ্দিন আমাদের মুঠোফোনে জানান পবিত্র ঈদুল ফিতরে দেশের সকল কারাগার গুলোতে বন্দীদের জন্য বিশেষ ব্যাবস্থা থাকে। ঈদুল ফিতরের নামাজ জামাতের সাথে আদায় করে থাকে বন্দীরা।এরপর বন্দীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ আর এই খাবারের মেনু তে ছিলো সকালের নাস্তায় পায়েস এবং মুড়ি এরপর কারাগারের নিয়ম অনুযায়ী বন্দীদের পরিবার এবং আত্মীয়-স্বজনদের সাথে সাক্ষাত এবং মুঠোফোনে কথার বলার সুব্যবস্থা করে দিয়েছে কারা কর্তৃপক্ষ। এরপর দুপুরে খাবারের মেনুতে ছিলো পোলাও, গরুর মাংস,খাসির মাংস, মিষ্টি, পান সুপারি এবং রাতের খাবারের মেনু ছিলো বড় কাতল মাছের মাথার মুড়ি ঘন্ট। এই সকল সুবিধা পেয়ে খুশি বন্দীরা ও তাদের পরিবার আত্মীয়-স্বজন । তিনি আরো বলেন কারাগার এবং বন্দীদের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে কারা কর্তৃপক্ষ।