Home » অনলাইন ক্লাসের কারণে ভিত্তি দুর্বল ছিল, জিপিএ-৫ কমা প্রসঙ্গে নটর ডেমের অধ্যক্ষ

অনলাইন ক্লাসের কারণে ভিত্তি দুর্বল ছিল, জিপিএ-৫ কমা প্রসঙ্গে নটর ডেমের অধ্যক্ষ

by নিউজ ডেস্ক
views

এসএসসিতে নটর ডেম কলেজে পাসের হার ৯৯ দশমিক ৫৬। বরাবরের মতো কলেজটি এবারও ভালো করলেও দেশের সামগ্রিক ফলাফল অন্যবারের মতো হয়নি। জিপিএ-৫-ও কমেছে। এর কারণ হিসেবে নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও বলছেন, অনলাইন ক্লাসের কারণে ভিত্তি একটু দুর্বল ছিল।

আজ রোববার চলতি বছরের এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪। জিপিএ-৫ গতবারের চেয়ে অর্ধেকেরও কম। নটর ডেম কলেজে এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৫২০ জন।

এইচএসসিতে নটর ডেম কলেজে পাসের হার ৯৯ দশমিক ৫৬ শতাংশ
এইচএসসিতে নটর ডেম কলেজে পাসের হার ৯৯ দশমিক ৫৬ শতাংশছবি: দীপু মালাকার
সারা দেশের ফলাফল প্রসঙ্গে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও সাংবাদিকদের বলেন, গতবার দুই বিষয়ে পরীক্ষা ছিল, এবার সব বিষয়ে হয়। এ ছাড়া এবার যারা পাস করেছে, তারা যখন করোনার সময়ে নবম-দশম শ্রেণিতে পড়ত। অনলাইনে সে সময়ে ক্লাসের কারণে অনেকেরই ভিত্তি একটু দুর্বল ছিল। তবে তাঁর কলেজে শিক্ষার্থীদের বিশেষভাবে নজর দেওয়া হয়েছে বলে জানান তিনি। শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তিনি আশা করেন, সবাই যোগ্য জায়গায় ভর্তি হতে পারবে।

আসফাতুন্নেসার ছেলে আহনাফুল হক এবার নটর ডেমের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। এই মা জানান, প্রত্যাশা অনুযায়ী ফল হলেও ভালো জায়গায় ভর্তি হতে পারলে তিনি চিন্তামুক্ত হবেন।

banner

শাদনান সাকিবের বাবা ও বোন প্রকৌশলী। তাঁরও ইচ্ছা, সে পথেই হাঁটার। নটর ডেম থেকে জিপিএ-৫ পেয়ে এখন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য তাঁর আরেক যুদ্ধ শুরু।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: