Home » ঝালকাঠিতে জাল ভোটের অভিযোগে ৯ জনকে কারাদন্ড

ঝালকাঠিতে জাল ভোটের অভিযোগে ৯ জনকে কারাদন্ড

by নিউজ ডেস্ক
views

ঝালকাঠিতে জাল ভোটের অভিযোগে ৯ জনকে কারাদন্ড

ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনে জাল দেয়ার
চেস্টার অভিযোগে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একটি কেন্দ্রে জালভোটকে কেন্দ্র করে ৩০ মিনিটি ভোট গ্রহণ বন্ধ রাখার মধ্য দিয়ে বিকাল চারটায় ভোট গ্রহণ শেষ হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলার ২৩৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ রবিবার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল চারটায় শেষ। ভোট প্রদানের গড় হার ৪৭% বলে জানিয়েছে একাধিক গোয়েন্দা সংস্থা।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ও পুলিশ সুপার আফরুজুল হক টুটুলজেলা নির্বাচন অফিসার মোঃ
আবদুস সালেক, নির্বাচন অনুসন্ধান কমিটি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন
করছেন। কেন্দ্রের বাহিরে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব সদস্যরা স্টাইকিং
ফোর্স হিসেবে টহল দিয়েছে। নলছিটি উপজেলার মগড় সরকারি
প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্থানীয় ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীনের
নেতৃত্বে সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ৫৪ টি ব্যালট
পেপার জোর পূর্বক ছিনিয়ে নিয়ে জাল ভোট দেয়ার চেস্টা করলে এ নিয়ে
হট্টোগোল হলে ৩০ মিনিটি ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। এ কেন্দ্রের
প্রিজাইডিং অফিসার মোঃ মোফাজ্জেল হোসেন হাওলাদার বিষয়টি
লিখিতভাবে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং
অফিসারকে জানিয়েছেন। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও
সহকারী রিটানিং অফিসার নজরুল ইসলাম বলেন, জাল ভোট দেয়ার চেস্টাকে কেন্দ্র করে ওই কেন্দ্রে ৩০ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আবার ভোট গ্রহণ স্বাভাবিক করে। পরবর্তীতে জেলা রিটানিং কর্মকর্তার সাথে পরামর্শ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সকাল ১১ টারদিকে ঝালকাঠি সদর উপজেলার পাকমহর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার
অভিযোগে মেহেদেী হাসান সোহাগ (৩৫) পিতা তোফাজ্জেল হোসেন
নামে এক যুবককে ৬ মাসের কারাদন্ড প্রদাণ করে ভ্রাম্যমান আদালত। এছাড়া রাজাপুর উপজেলার বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে চারজনকে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করে ভ্রাম্যান আদালত। এ ছাড়া রাজাপুর ইদ্রপাশা কেন্দ্রে সুখি আক্তার নামে এক নারীতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নলছিটি উপজেলায় ১জনকে কারাদন্ড ও ২জনকে অর্থদন্ড দেয়া হয়েছে
নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
ঝালকাঠির দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১৬৪ জন।
ঝালকাঠি ১ আসনে মোট ভোটার ২১২০০৮ জন এর মধ্যে পুরুষ ভোটার ১০৭৮৬০ জন এবং নারী ১০৪১৪৫ জন এবং হিজরা ৩ জন। ঝালকাঠি ০২ আসনে মোট ভোটার ৩৪২১৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭৩৯০০ জন এবং নারী ভোটর ১৬৮২৫৪ জন, হিজড়া ২জন।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: