Home » ঝালকাঠিতে ২৩৭ কেন্দ্রের ১৩৫৯কক্ষে ভোট গ্রহণ করা হবে

ঝালকাঠিতে ২৩৭ কেন্দ্রের ১৩৫৯কক্ষে ভোট গ্রহণ করা হবে

by নিউজ ডেস্ক
views

ঝালকাঠিতে ২৩৭ কেন্দ্রের ১৩৫৯কক্ষে ভোট গ্রহণ করা হবে

ঝালকাঠিতে ২৩৭ কেন্দ্রের ১৩৫৯কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এরমধ্যে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ১৪৭টি ও ঝালকাঠি-১(রাজাপুর-কাঠালিয়া) আসনে ৯০টি কেন্দ্র রয়েছে। এ জেলায় মোট ভোটার ৫লাখ ৫৪হাজার ১৬৪জন। জেলা নির্বাচন অফিস সুত্রে এতথ্য জানাগেছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আ. সালেক জানান, ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় ২টি পৌরসভা ও ৩২ টি ইউনিয়ন নিয়ে দুটি আসন গঠিত। ঝালকাঠি-১(রাজাপুর-কাঠালিয়া) আসনে দুটি উপজেলায় ১২টি ইউনিয়ন রয়েছে। এখানে ৯০টি ভোট কেন্দ্রের মধ্যে রাজাপুরে ৫০টি ও কাঠালিয়ায় ৪০টি কেন্দ্র। রাজাপুর উপজেলায় ২৮২টি কক্ষের ২৪৬টি স্থায়ী ও ৩৬টি অস্থায়ী ভোট কক্ষ এবং কাঠালিয়া উপজেলায় ২৫০টি ভোট কক্ষের ১৯৫টি স্থায়ী ও ৫৫টি অস্থায়ী ভোট কক্ষ থাকবে। এ আসনে মোট ভোটার ২লাখ ১২হাজার ৮জন। এরমধ্যে পুরুষ ১লাখ ৭হাজার ৮৬০জন, মহিলা ১লাখ ৪হাজার ১৪৫জন ও হিজড়া ৩জন ভোটার রয়েছেন।

ঝালকাঠি-২(সদর-নলছিটি) আসনে দুটি উপজেলায় দুটি পৌরসভা ও ২০টি ইউনিয়ন রয়েছে। এদুটি উপজেলার সদর উপজেলায় ৭৭টি ও নলছিটি উপজেলায় ৭০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। সদর উপজেলায় ৪৩১টির মধ্যে ৪১১টি স্থায়ী ও ২০অস্থায়ী ভোটকক্ষ থাকবে। নলছিটি উপজেলায় ৩৯৬ ভোট কক্ষের ৩৩৫টি স্থায়ী ও ৬১টি অস্থায়ী ভোট কক্ষ থাকবে। এ আসনে মোট ভোটার ৩লাখ ৪২হাজার ১৫৬জন। এরমধ্যে পুরুষ ১লাখ ৭৩হাজার ৯শত, মহিলা ১লাখ ৬৮হাজার ২৫৪ ও হিজড়া ২জন ভোটার রয়েছেন।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: