Home » নওগাতে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক-৭

নওগাতে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক-৭

by নিউজ ডেস্ক
১১ views

নুর সাইদ ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:-
নওগাঁর পত্নীতলা, ধামইরহাট ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল অপারেশন টিম কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৭ জন পাচারকারীকে আটক করেন পত্নীতলা বিজিবি।

রবিবার ( ৩১ মার্চ ২০২৪) দুপুর ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে কালুপাড়া বিওপির নায়েক মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে স্পেশাল অপারেশনস টিম কর্তৃক ধামইরহাট সীমান্তে অভিযান পরিচালনা করে ভারত সীমান্ত হতে মাদক পাচারের সময় অমরপুর হটাৎপাড়া এলাকা হতে ০৬ জন পাচারকারী কে আটক করেন। আটককৃতরা হলেন –নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার অমরপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের মেয়ে মোছাঃ লাইলী (৪১) এবং মোছাঃ নুরজাহান বেগম (৩৪), একই গ্রামের মইর উদ্দীনের ছেলে মোঃআব্দুর রহমান (২৪), ফজলুল হকের ছেলে মোঃ নাইম (২০), এবং একই উপজেলায় দুর্গাপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোঃরফিকুল ইসলাম(২৫)। আটকের সময় তাদের কাছ থেকে ২৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন বিজিবি। অপর একটি অভিযানে দেড়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নায়েক মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে রাধানগর বিওপির স্পেশাল অপারেশনস টিম কর্তৃক পত্নীতলা সীমান্তবর্তী রাধানগর গ্রামের আম বাগান দিয়ে ভারত হতে মাদক পাচারকালে ০২ জন মাদক পাচারকারীকে ধাওয়া করলে ৩০ বোতল ভারতীয় এমকেডিল (মাদক) ফেলে পালিয়ে যায়।

একই রাতে অন্যএকটি অভিযানে রাধানগর বিওপির স্পেশাল অপারেশনস টিম এর কমান্ডার নায়েক মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে পত্নীতলা সীমান্তবর্তী রাধানগর ফরেষ্ট বাগান এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২২০ বোতল ভারতীয় এমকেডিল (মাদক) আটক করতে সক্ষম হয়। অন্যদিকে, রবিবার বিকালে কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আসাদুজ্জমান এর নেতৃত্বে কড়িয়া বিওপির স্পেশাল অপারেশনস টিম কর্তৃক পাঁচবিবি উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে ভারত হতে মাদক পাচারকালে ০১ জন মাদক পাচারকারী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার কিনা মন্ডলের ছেলে মোঃ নুর ইসলাম,ভারতীয় এমকেডিল (মাদক) ২০ বোতলসহ আটক করেন। পৃথক পৃথক ৪ টি অভিযানে মোট ধৃত আসামী ০৭ জন, ট্যাপেন্টাডল ট্যাবলেট-২৩০ পিস এবং এমকেডিল (মাদক)-২৭০ বোতল। প্রচলিত নিয়মানুযায়ী মাদকদ্রব্য ও মাদক পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন।

banner

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি নওগাঁ এবং জয়পুরহাট সীমান্তে মাদকের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: