Home » পরিবেশ রক্ষার দাবিতে রাবি উপাচার্য বরাবর গ্রীন ভয়েসের স্মারকলিপি

পরিবেশ রক্ষার দাবিতে রাবি উপাচার্য বরাবর গ্রীন ভয়েসের স্মারকলিপি

by নিউজ ডেস্ক
২৭ views

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্যারিস রোড ও শেখ রাসেল স্কুল মাঠ সংলগ্ন পুকুর পরিষ্কার ও পরিবেশ রক্ষার দাবিতে রাবি উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান
করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস রাবি শাখা।

মঙ্গলবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বরাবর এ স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।

স্মারকলিপিতে সংগঠনটি প্যারিস রোড ও শেখ রাসেল স্কুল মাঠ সংলগ্ন পুকুরের বর্তমান অবস্থা উল্লেখ করে বলেব, “পুকুরটি ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে বিরাট ভূমিকা রাখছে। সম্পতি পুকুর পাড়ে ময়লা আবর্জনা ও পানিতে পলিথিন পড়ে আছে এবং পুকুর পাড়ে কয়েকটি ভাগ্যমাণ দোকান থাকায় পুকুরের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছে।

banner

পাশাপাশি পুকুর সংলগ্ন দোকানের স্থানান্তর, ময়লা যথাযত্ব স্থানে ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ ও ময়না যেন পুকুর ফেলা না হয় সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি”।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: