Home » পিএসজিই ‘এমবাপ্পের জন্য সেরা ক্লাব’

পিএসজিই ‘এমবাপ্পের জন্য সেরা ক্লাব’

by নিউজ ডেস্ক
views

পিএসজিই ‘এমবাপ্পের জন্য সেরা ক্লাব’

কিলিয়ান এমবাপ্পে পিএসজিতেই থেকে যান, এটাই চাওয়া ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফির। গতকাল মঙ্গলবার এ কথা বলেছেন তিনি। এমবাপ্পের জন্য পিএসজিই ‘সেরা ক্লাব’ বলে দাবি করেছেন খেলাইফি।

আগামী জুনে পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হবে। আগামী মৌসুমে নতুন কোনো ক্লাবে যোগ দেওয়ার ব্যাপারে তাঁর এখন আর কোনো বাধা নেই। ফরাসি রেডিও আরএমসিকে পিএসজি সভাপতি বলেছেন, ‘কিলিয়ান পিএসজিতেই থাকুক—এই চাওয়াটা আমি লুকাব না। কিলিয়ান বিশ্বের খেলোয়াড় এবং প্যারিস তাঁর জন্য সেরা ক্লাব।’

২০১১ সালে পিএসজির মালিকানায় আসেন এই কাতারি ধনকুবের। এর পর থেকে চ্যাম্পিয়নস লিগ জিততে দলবদলের বাজারে কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করেছে পিএসজি। কিন্তু খেলাইফি মালিকানায় আসার পর ইউরোপের সেরা এই ক্লাব প্রতিযোগিতায় মাত্র একবার ফাইনাল (২০১৯-২০) খেলতে পেরেছে প্যারিসের ক্লাবটি।

এদিকে এমবাপ্পের সঙ্গে রিয়াল মাদ্রিদকে জড়িয়ে দলবদলের বাজারে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। ১৪ বারের ইউরোপ চ্যাম্পিয়ন স্প্যানিশ ক্লাবটির এমবাপ্পের প্রতি আগ্রহও নতুন কিছু না।

banner

খেলাইফি বলেছেন, ‘বিশ্বের সেরা অনুশীলন সেন্টার সে এখানে (পিএসজি) পাচ্ছে। আছেন বিশ্বের সেরা কোচও (লুইস এনরিকে)। প্রতিবছরই সে চ্যাম্পিয়নস লিগে খেলার নিশ্চয়তা পাচ্ছে। আমরা অন্তত শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, এমনকি সেমিফাইনাল ও ফাইনালেও উঠেছি। অর্থাৎ বড় ক্লাবগুলোর পাশাপাশিই আছি আমরা।’

এমবাপ্পের চুক্তি সম্পর্কিত দর-কষাকষির সঙ্গে জড়িত একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে গত সপ্তাহে জানিয়েছে, পিএসজি ছাড়তে ফরাসি তারকা ‘কয়েক কোটি’ ইউরো বোনাস ছাড় দিয়েছেন। ২০২২ সালে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন এমবাপ্পে। ক্লাবটিতে বছরে তাঁর পারিশ্রমিক ৭ কোটি ২০ লাখ ইউরো। চুক্তি সইয়ের বোনাস হিসেবে পেয়েছেন ১৫ কোটি ইউরো।

ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান আরও জানিয়েছে, সেই চুক্তি নবায়নে আনুগত্য বোনাসও রয়েছে এমবাপ্পের জন্য, যা প্রথম বছরে ৭ কোটি ইউরো থেকে বেড়ে তৃতীয় বছরে দাঁড়িয়েছে ৯ কোটি ইউরো।

তবে এমবাপ্পে পিএসজিতে থাকবেন কি না, সেই ‘প্রশ্নটা টাকার নয়’ বলেও দাবি করেছেন নাসের আল খেলাইফি। পিএসজি সভাপতি অনুরোধ করেছেন, ‘সামনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আছে আমাদের। আমি অনুরোধ করব, কিলিয়ানকে নিয়ে হইচই করবেন না, তাকে একা থাকতে দিন।’ পিএসজির হয়ে এমবাপ্পে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল করেছেন।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: