Home » প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডের প্রচারণা, স্মার্ট ক্যাম্পেইনার পুরস্কার দিবে ছাত্রলীগ

প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডের প্রচারণা, স্মার্ট ক্যাম্পেইনার পুরস্কার দিবে ছাত্রলীগ

by নিউজ ডেস্ক
views

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জীবন-কর্ম-সংগ্রাম, উন্নয়ন কর্মকাণ্ড, অর্থনৈতিক-কূটনৈতিক নীতি-কৌশল, বিশ্ব দরবারে বাংলাদেশকে মর্যাদাশীল হিসেবে প্রতিষ্ঠিত করার নেতৃত্ব-দৃঢ়তা প্রভৃতি বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারকারীকে ‘স্মার্ট ক্যাম্পেইনার অ্যাওয়ার্ড’ ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

আজ বুধবার (৬ নভেম্বর) সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক, এক্স, টিকটক, ইনস্টাগ্রাম) প্রচারণায় নিয়োজিত নেতা-কর্মী-শুভাকাঙ্ক্ষী, শিক্ষার্থী, তরুণ, নবীন ভোটার বন্ধুদের স্বীকৃতিদান ও পুরষ্কার প্রদান করবে বাংলাদেশ ছাত্রলীগ।

banner

পুরস্কার প্রদানের ক্ষেত্রে কয়েকটি বিবেচ্য বিষয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি সপ্তাহে ৮টি প্রশাসনিক বিভাগ এবং বহির্বিশ্ব থেকে সর্বমোট নয় জনকে এবং প্রতি মাসে দেশ সেরা দশ জনকে ‘স্মার্ট ক্যাম্পেইনার অ্যাওয়ার্ড’ পুরষ্কার প্রদান করা হবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক নৌকার পক্ষে প্রচারকর্মের উপর ভিত্তি করে প্রতি মাসে শীর্ষ দশজনকে ‘ইলেক্টোরাল এক্সিলেন্স প্রাইজ’ প্রদান করা হবে।

পুরষ্কৃতদের নির্ধারিত কনটেন্ট ছাত্রলীগের সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহ থেকে শেয়ার দেওয়া হবে। সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইটের ব্লগ সেকশনে পুরস্কৃতদের নির্বাচিত প্রবন্ধ বা আর্টিকেল প্রকাশিত হবে।

পুরস্কার হিসেবে পুরষ্কৃতদের সার্টিফিকেট, বই ও আকর্ষণীয় পুরষ্কার দিবে ছাত্রলীগ। এছাড়াও, পুরষ্কৃতদের সংগঠনের বিভিন্ন ইউনিটে পদায়নের ক্ষেত্রেও মূল্যায়ন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দের মাধ্যমে জুরি বোর্ড গঠন করে ‘স্মার্ট এক্টিভিস্ট ইন সোশ্যাল মিডিয়া’ নির্বাচন করবে সংগঠনটি। ছাত্রলীগের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে যারা গ্রুপভিত্তিক ক্রিয়াশীল রয়েছে তারাও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবে। আজকে থেকে এর নির্বাচন প্রক্রিয়া শুরু হবে।

এ সব কিছুর সার্বিক সমন্বয় ও সহযোগিতার জন্য একটি জুরি বোর্ড গঠন করেছে ছাত্রলীগ। জুরি বোর্ডে উল্লেখিত ছাত্রলীগ নেতারা হলেন- সহ-সভাপতি কোহিনূর আক্তার রাখি ও খন্দকার হাবিব আহসান; যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হক শিশির ও ইমরান শেখ; সাংগঠনিক সম্পাদক সালাহ্ উদ্দিন আহম্মেদ সাজু ও মো. হারুনার রশিদ হারুন; প্রচার সম্পাদক‌ তরিকুল ইসলাম তারেক, দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আকিব মো. ফুয়াদ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসিন আজফার পান্থ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক ইমরান হোসেন সাগর।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: