Home » রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত

by নিউজ ডেস্ক
views

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে দুই দিনব্যাপী অন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ আকর্ষণ হিসেবে উন্মুক্ত মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম-বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে এ মোরগ লড়াইয়ের আয়োজন করেন হল প্রশাসন।

ফাইল ছবি

শনিবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের অভ্যন্তরে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে ১৭জন শিক্ষার্থীকে হারিয়ে চ্যাম্পিয়ন হোন ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম।

এবারের খেলায় ৭টি ইভেন্টে ১২২জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ক্যারাম এককে ১৭ জন, ক্যারাম দ্বৈত ১৩জন, টেবিল টেনিস ৬ জন, টেবিল টেনিস দ্বৈত ৬, তাস ২৯জন, দাবায় ৫ জন এবং মোরগ লড়ায়ে ১৬জন শিক্ষার্থী অংশ নেন। এতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হিসেবে ১৮জন বিজয়ী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ ড. সুজন সেনের সভাপতিত্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

banner

এ বিষয়ে জানতে চাইলে শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন,
পড়াশোনার পাশাপাশি সুস্থ দেহ ও সুন্দর মনের বহিঃপ্রকাশের জন্য প্রয়োজন খেলাধুলা। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তোলার জন্যই আমাদের হলে অন্ত:কক্ষ খেলার এ আয়োজন। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলগুলোতে প্রায় দীর্ঘদিন যাবৎ কোনো খেলাধুলার আয়োজন করা হয়না।

বিশেষ আকর্ষণ হিসেবে মোরগ লড়াইয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গ্রামবাংলার সংস্কৃতিকে তুলে ধরতে আমাদের এ আয়োজন। মোরগ লড়াই বা হাডুডু এসব খেলা এখন আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে বলা যায়। তাই আমাদের সংস্কৃতিকে শিক্ষার্থীদের মাঝে উজ্জীবিত করার জন্য এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: