Home » রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাব নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাব নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

by নিউজ ডেস্ক
views

দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি , দেশের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও যারা দেশের অর্থনীতি ঠিকিয়ে রাখতে ভুমিকা রাখে।ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠিয়ে অনন্য ভূমিকা রাখে,২০২০ সালে প্রতিষ্ঠিত, সরকারের জয়েন ষ্টক এক্সচেঞ্জের অনুমোদন প্রাপ্ত সেই সব প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের বিরুদ্ধে চরিত্র হনন,ক্লাব নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে স্যাটেলাইট চ্যানেল ২৪, অনলাইন মাল্টিমিডিয়া ও প্রিন্ট পত্রিকা দৈনিক কালবেলা,সমকালে গত ১/২ ডিসেম্বর প্রকাশিত সংবাদের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়ে প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের দেশে ও প্রবাসে অবস্থানকারী সদস্যরা। ‌। ক্লাবের লিগ্যাল এডভাইজার এড: নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে ক্লাবের চেয়ারম্যান খন্দকার আল-হেলালের বিরুদ্ধে উল্লেখিত চ্যানেল, অনলাইন ও প্রিন্ট পত্রিকায় কতিপয় অসাধু ব্যাক্তির প্ররোচনায় একতরফা সংবাদ প্রকাশ একজন সাবেক সিআইপি ও মানবতাবি প্রবাসী সংগঠনের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে সামাজিক মান সম্মান ক্ষুন্ন করা, নাগরিক অধিকার হরনের শামিল।
এইসব বিষয়ে ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি’র সাথে কথা বললে তিনি জানান প্রবাসীরা এই দেশে সবসময়ই অবহেলিত,সরকারি দপ্তরে, এয়ারপোর্টে প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধাদের হয়রানি,অপমান নিত্য নৈমত্তিক বিষয়। বিদেশে ক্ষতিগ্রস্ত ও দেশে প্রবাসীদের অসহায় পরিবারের পাশে সরকারের পাশাপাশি দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়াতে কিছু মহৎ উদারমনা বীর রেমিট্যান্স যোদ্ধাদের সহযোগিতায় আজকের চট্টগ্রাম প্রবাসী ক্লাব।২০২০ সাল হতে অদ্যাবদি প্রবাসে সমস্যা পতিত ও দেশে ফেরত আসা অসহায় অনেক প্রবাসী পরিবারের অসময়ে পাশে থেকেছে এই ক্লাব। বিপুলসংখ্যক জনসংখ্যার এই দেশে সরকার একার পক্ষে দেশের প্রতিটি অঞ্চলের আনাচে কানাচে ঘুরে সকলের খবর নেয়া সহযোগিতা করে পাশে থাকা সম্ভব নয়। বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসলে সরকারের উপর অনেকটাই চাপ কমে আসে।সেই হিসেবে এই সংগঠন যখন সুনামের সাথে কাজ করে যাচ্ছে, তখনই কিছু অসাধু ,সুযোগ সন্ধানী, কুচক্রী মহল প্রবাসীদের ঐক্যবদ্ধ, স্বপ্নের সংগঠন ও আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে যা সত্যিই দুঃখজনক।আমি এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: