Home » সিরাজগঞ্জে শারীরিক চাহিদা মেটাতে না পারায় স্বামীকে নৃশংসভাবে হত্যা করলো স্ত্রী!!!

সিরাজগঞ্জে শারীরিক চাহিদা মেটাতে না পারায় স্বামীকে নৃশংসভাবে হত্যা করলো স্ত্রী!!!

by নিউজ ডেস্ক
৩৩ views

সিরাজগঞ্জে শারীরিক চাহিদা মেটাতে না পারায় স্বামীকে নৃশংসভাবে হত্যা করলো স্ত্রী!!!

নিজস্ব প্রতিবেদকঃ পরিবারের পছন্দে মাত্র দেড় মাস আগে গড়েন নতুন সংসার। তবে বিয়ের পর থেকেই শারীরিক চাহিদা মেটাতে পারেন না বলে অভিযোগ তোলেন স্ত্রী। এ নিয়ে সংসার ভাঙারও প্রস্তুতি নেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ান স্বজনরা। সংসার না ভাঙতে পারলেও স্বামীকে পৃথিবী ছাড়া করেন এ তরুণী। পরিকল্পিতভাবে স্বামীকে খুন করে হাত-পা বেঁধে ভাসিয়ে দেন করতোয়া নদীতে।

সিরাজগঞ্জের শাহজাদপুরে শরিফুল হত্যাকাণ্ড নিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গ্রেফতার স্ত্রী ফারজানা। ৩০ বছর বয়সী শরিফুল শাহজাদপুরের বেলতৈল ইউনিয়নের আগনুকালি গ্রামের আবু সামার ছেলে। তার স্ত্রী ১৮ বছরের ফারজানা খাতুন একই উপজেলার চর বেতকান্দি গ্রামের ফখরুল ইসলামের মেয়ে।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম।

তিনি জানান, ১৪ জানুয়ারি দুপুরে শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পাশে করতোয়া নদী থেকে শরিফুলের লাশ উদ্ধার করে পুলিশ। এর তিনদিন পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়। সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন অভিযুক্ত ফারজানা।

banner

অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল বলেন, ৯ জানুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে শ্বশুরবাড়িতে যান শরিফুল। রাত ৩টার দিকে শরিফুলকে নদীর পাড়ে নিয়ে যান ফারজানা। হাত-পা বেঁধে নদীর স্রোতের পানি তুলে পান করলে শারীরিক অক্ষমতা দূর হবে বলেও কবিরাজের বরাত দিয়ে জানান তিনি।

সরল বিশ্বাসে স্ত্রীর কথায় সায় দেন স্বামী। পরে শরিফুলের পরনের লুঙ্গি ছিঁড়ে হাত-পা বেঁধে দেন স্ত্রী। এরপর প্লাস্টিকের বোতল হাতে নিয়ে নদীর স্রোতের পানি তুলতে যান হতভাগা স্বামী, পানি তুলতে গেলেই স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দেন স্ত্রী ফারজানা, একই সঙ্গে ঘাড় চেপে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে ফারজানার হাতে কামড় দেন শরিফুল। এ সময় ক্ষিপ্ত হয়ে শরিফুলের ঘাড় ভেঙে দেন।

পরে শরিফুলের মৃত্যু নিশ্চিত হলে শরিফুলের লাশ শ্যালো নৌকার নিচে ঢুকিয়ে দেন। এ ঘটনার চারদিন পর ১৪ জানুয়ারি করতোয়া নদীর পোলঘাটে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। লাশ উদ্ধারের পর ছেলেকে শনাক্ত করেন শরিফুলের মা। ওই দিনই স্ত্রী ফারজানাসহ চারজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন নিহতের মা সূর্য বানু।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: