
নিজস্ব প্রতিবেদকঃ আজ শনিবার বিকাল পৌনে পাঁচটায় সময় রাজশাহী পদ্মা প্রেসক্লাবে রিয়াজ হত্যার আসামী রানা, রনি, নাঈম, মিঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। এ সময় নিহত রিয়াজের পরিবার অভিযোগ করে হাইকোর্টে থেকে রানা জামিন নিয়ে এসে আামাদের বিভিন্ন মাধ্যম দিয়ে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে। যখন হুমকিতে কাজ হচ্ছেনা দেখে রানা তখন নিজের হাত নিজে কেটে থানায় মিথ্যা অভিযোগ করে এবং বিভিন্ন গনমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করে।আমাদের পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। আমি এবং আমার পরিবার প্রধানমন্ত্রী, রাসিক মেয়র, এবং পুলিশ কমিশনার কাছে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। যেন আমার মায়ের মতো অন্য কোন মায়ের বুক খালি না হয়।