Home » জয়পুুরহাটে এক মাসে ৩৮ ট্রান্সফরমার চুরি,১৬ জন আটক

জয়পুুরহাটে এক মাসে ৩৮ ট্রান্সফরমার চুরি,১৬ জন আটক

by নিউজ ডেস্ক
views

আটককৃত ব্যক্তি ও সামগ্রী

জয়পুরহাটের আক্কেলপুরে গত এক মাসে ৩৮ টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গত বুধবার রাতে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার পুলিশ সুপার (এসপি) এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এরপর শুক্রবার রাতে আরও ৩ টি ট্রান্সফরমার চুরি হয়। এ ঘটনায় আতঙ্কে এলাকার গভীর-অগভীর নলকূপের মালিকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার সোনামুখী ইউনিয়নের অনন্তপুর গ্রামের মাঠ থেকে কৃষক ইমরান হোসেনের পানি সেচ প্রকল্পের ৫ কেভিএ একটি, ওই এলাকার হাফিজুর রহমানের ৫ কেভিএ একটি ও একই ইউনিয়নের জাফরপুর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে মানিক দেওয়ান নামের এক কৃষকের ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। চোরেরা বৈদ্যুতিক খুটির উপর থেকে ট্রান্সফরমার নামিয়ে শুধু তামার কয়েল নিয়ে খোলস ফেলে যায়।

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর জোনাল অফিসের ডিজিএম মো. আব্দুর রহমান জানান, গত শুক্রবারের তিনটিসহ গত এক মাসে ৩৮ টি ট্রান্সফরমার চুরি হয়েছে। চোরেরা ট্রান্সফরমারের তামার কয়েল নিয়ে গিয়ে ভাঙ্গারির দোকানে নিয়ে বিক্রি করে।

banner

তিনি বলেন, মামলার পর আটক করলেও চুরি রোধ করা যাচ্ছে না। গ্রাহকদের ট্রান্সফরমার পাহারা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং এলাকায় মাইকিংও করা হয়েছে।

এদিকে ট্রান্সফরমার চুরির ঘটনার মামলার পর গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ট্রান্সফরমার চুরির বিভিন্ন সরঞ্জামসহ ৩২ কেজি তামার তার জব্দ করা হয়। এর পরদিন শুক্রবার রাতেও ট্রান্সফরমার চুরি হয়।

এবিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান শাহিন বলেন, ট্রান্সফরমার চুরি রোধে আমরা কাজ করছি। ইতোমধ্যে চোর চক্রের ১৬ সদস্যকে আটক করা হয়েছে।এ চুরির সাথে জড়িত বাকেদেরও আটকের পুলিশি তৎপরতা অব্যাহত আছে বলেও ওসি বলেন।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: