Home » দিনাজপুরে অটোরিক্সা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরে অটোরিক্সা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রক্তাক্ত মরদেহ উদ্ধার

by নিউজ ডেস্ক
views

দিনাজপুরে অটোরিক্সা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নতুন মাত্রা ডেক্সঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গতকাল রবিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার গোয়ালপাড়া-মাছুয়াপাড়া এলাকার ইটভাটা সংলগ্ন ইউক্যালিপ্টাস বাগান থেকে জনি আহম্মেদ (২১)নামে এক আটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

ধারনা করা হচ্ছে আটোরিক্সা চালককে কাঁচি দিয়ে খুচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় ছিনতাই হওয়া অটোরিক্সাটি উদ্ধার করেছে পুলিশ।জনি উপজেলার রাজারামপুর, দক্ষিণ বাসুদেপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। এবং সে পেশায় একজন অটোরিক্সা চালক ছিলেন।থানা পুলিশ ও পারিবার সূত্রে জানা গেছে, জনি প্রতিদিনের মতো শনিবার দুপুরে বাড়ী থেকে অটো রিক্সা নিয়ে বেরিয়ে যান। এরপর আর বাড়ী ফেরেনি। রাত গভীর হলে স্বামী বাড়ী না ফেরায়, তার স্ত্রী কাজলরেখা বিষয়টি তার বাবা গিয়াস মন্ডলকে জানান। এরপর পরেরদিন রোববার সকালে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কাজলরেখার মা রাবেয়া বেগম জনির মরদেহের ছবি দেখে জানতে পারেন এবং ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় সনাক্ত করেন। এর আগে শনিবার দিবাগত গভীর রাতে পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী এলকায় কিছু লোক আড্ডা করছিল। এসময় টহল পুলিশ ধাওয়া করলে, তারা অটোরিক্সা রেখে পালিয়ে গেলে অটোরিক্সাটি পুলিশ হেফাজতে নেয় এবং পরে রিক্সার গায়ে লেখা মোবাইল নম্বরে যোগাযোগ করে জানতে পারে অটোরিক্সাটি জনির ছিল।জনির শাশুড়ি রাবেয়া বেগম বলেন, শনিবার দুপুরে খাওয়া দাওয়া শেষে অটোরিক্সা নিয়ে বাড়ী থেকে বের হয়ে যায় জনি। এরপর আর ফেরেনি। পরে তার মেয়ে কাজল রেখা বিষয়টি তাদের জানালে, তারা খোঁজাখুঁজি করে জানতে পারেন, তার অটোরিক্সাটি পার্বতীপুর থানা হেফাজতে কিন্তু জামাই জনিকে পাওয়া যায়নি।সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. নূরুল ইসলাম বলেন, জনি আমার এলাকার দক্ষিণ বাসুদেবপুর (ডাঙ্গা) গ্রামের বাসিন্দা। সে অটোরিক্সা চালাত। ওই অটো রিক্সাকে কেন্দ্র করেই এই হত্যাকান্ড হতে পারে।এদিকে রোববার সকালে খবর পেয়ে ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম এবং পুলিশ ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের কাজ শুরু করেন।ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। তারা ঘটনাস্থলে গিয়ে পরিচয় সনাক্ত করে এলাকাটি ক্রাইম স্কীন হিসেবে ঘিরে রাখে। এবং সেখান থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল কারার সময় জনির গলায় ছোট কাঁচি দিয়ে খুচিয়ে ফুটো করা হয়েছে এমন অনেকগুলো ফুটো দেখা যায় এবং ঘটনাস্থলে একটি ছোট কাঁচি পাওয়া গেছে যাতে রক্ত লেগে ছিল। অতিরিক্ত রক্ত খরনের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। উদ্ধারকৃত মরদেহ ময়না তদেন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডেকিল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো করা হয়েছে এবং মামলার প্রস্ততি চলছে।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: