Home » সিরাজগঞ্জে মান সনদ না থাকায় ফ্লাওয়ার মিলকে বিএসটিআইয়ের জরিমানা

সিরাজগঞ্জে মান সনদ না থাকায় ফ্লাওয়ার মিলকে বিএসটিআইয়ের জরিমানা

by নিউজ ডেস্ক
views

নিজস্ব প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে মান সনদ না থাকায় একটি ফ্লাওয়ার মিলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)

গতকাল ১৯ ফেব্রুয়ারী (সোমবার) সিরাজগঞ্জ জেলা সদরে জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান (সিএম) সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

banner

গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সিরাজগঞ্জ সদরের সয়াধানগড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ না করে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স এশিয়া ফ্লাওয়ার মিলকে মামলা দায়ের করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি একই এলাকার  তমিজ উদ্দিন এন্ড সন্স বিস্কুট এন্ড বেকারি প্রতিষ্ঠানটি পরিদর্শন করে স্বাস্থ্যকর উপায়ে ব্রেড, বিস্কুট প্রস্তুত করার পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিমুল আক্তার।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।

জনস্বার্থে বিএসটিআই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: