Home » বন্যার আগাম পূর্বাভাসভিত্তিক সাড়া দেন কার্যক্রম ২০২৪

বন্যার আগাম পূর্বাভাসভিত্তিক সাড়া দেন কার্যক্রম ২০২৪

by নিউজ ডেস্ক
views

আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় সুশীল ও গন উন্নয়ন কেন্দ্র ( জিইউকে ) প্রকল্প বিষয়ক অবহিতকরণ কর্মশালা আয়োজন। ২নং উরিয়া ইউনিয়ন পরিষদ ফুলছড়ি গাইবান্ধা ।

মোঃ গোলাম মোস্তফা কামাল পাশা , চেয়ারম্যান ,সভাপতিত্ব করেন, তিনি জানান তার এলাকার বিভিন্ন
সমষ্যার কথায়, নদী ভাঙ্গনের কথা, এসময়ে উপস্থিত ছিলেন ইউপি সদস্য গন।

banner

এই প্রকল্পের সুশীল ও গন উন্নয়ন কেন্দ্র ( জিইউকে ) মোঃ বুলবুল আহমেদ জানান, প্রকল্পের উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হলো বন্যার আগাম প্রস্তুতির জন্য প্রস্তুতি মূলক উদ্যোগ বাস্তবায়ন করা এবং অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ন জনগোষ্ঠীর দূর্যোগ কালান আগাম প্রস্তুতি শক্তিশালী করা আগাম প্রস্তুতি কর্মমুচির মাধ্যমে প্রকল্পটি বন্যার ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর উপর
ব্যপক প্রভাব ফেলবে। সুনির্দিষ্ট উদ্দেশ্য,

যমুনা অববাহিকার বিপদের ঝুঁকিতে থাকা সব চেয়ে ঝুঁকিপূর্ণ অতিদরিদ্রেদের জন্য কর্মমূজন কর্মখাটি (EGPP) এবং মা ও শিশু সহায়তা কর্মসূচি (MCB) অন্তভূক্ত উপকার ভোগীগনের তালিকা প্রস্তুত করা এবং ডাটাবেজ আপডেট করা।

নির্দিষ্ট উদ্দেশ্যঃ

‘সচেতনতা এবং বন্যায় আগাম সাড়াদানের মাধ্যমে বন্যার ঝুঁঝুঁকিপূর্ণ জনগোষ্টাকে সক্ষম করা

নির্দিষ্ট উদ্দেশ্য-

ঝুঁকিপূর্ণ জনগোষ্টার উপর বন্যার প্রভাব কমাতে আগাম মাডাদান কাজ করার জন্য প্রাথমিক সতর্কতা ব্যবস্থার দক্ষতার মাধ্যমে সেবা প্রদানকারীদের সেরকার এবং বে সরকারি প্রস্তুতি বৃদ্ধি করা।প্রকল্পের কাজ কার্যক্রম কর্মীনিয়োগ ও ওরিয়েন্টেশন দেয়া ।

প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনা প্রস্তুত করা।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে অবহিত করনসভা করা?

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৭ সাথে অবহিতকরণ সভা করা।

ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ২২ সাথে অবহিতকরণ সভা করা।

ওর্য়াড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৮ বৃহত্তর ও সাথে অবহিতকরন সভা করা।

প্রত্যেক ওয়ার্ড থেকে (সেচ্ছাসেবক ১জন পুরুষ ১ জন নারী এবং ১ জন ইমাম মোট ২৭ জনের একটি দল গঠন করা ও তাদের ওরিয়েন্ডেশন দেয়া

৪ টি ইউনিয়নে নদীতীরবর্তী স্থানে ক বন্যা মাকার মিনি বিলবোর্ড সেচেতনতা ০৬ স্থাপন করা।
একটি ইউনিয়নে বন্যা প্রস্তুতি নিয়ে মক ডিল করা।

পরিবার পর্যায়ে পরিবার ভিত্তিক হাউজ হোল্ড প্লান তৈরী করা এবং সে অনুযায়ী তাদের ওরিয়েন্টেশন দেয়া ।

প্রতিটি ইউনিয়নে আগাম মাডাদানে প্রস্তুতিমূলক ব্যবস্থা ও SRSPপ্রকল্প বিষয়ক তথ্য গ্রহ বিলবোর্ড স্থাপনা।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে পুনবায় ওরিয়েন্টেশন সভাকরা।

ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে পুনরায় ওরিয়েন্টেশন মন্ত্রকরা।

EGPP/MCBP উপকারভোগীদের দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি জীবন দক্ষতা প্রস্তুতি সম্পর্কে ওরিয়েন্টেশন।

সুবিধা চুক্তি ফরম প্রিন্ট করা, স্বেচ্ছাসেবক ও ইমামদের সাথে আগাম সাড়াদান বিষয়ক সতর্কতা বার্তা প্রচার করা। স্বেচ্ছাসেবকদের সতর্কতা প্রচারের জন্য রিফ্রেশমেন্টে ট্রেনিং, কমিউনিটি পর্যায়ে প্রতিটি ওয়ার্ডে ২ (দুই) জন স্বেচ্ছাসেবক নিশ্চিত করা। মাসিক প্রতিবেদন তৈরি করা। মাসিক অগ্রগতির পর্যালোচনা করা।

কেস স্টাডি। আর্থিক সুবিধা প্রদান, যদি বাহাদুরাবাদ পয়েন্ট ৮৫ সেন্টিমিটার উপর দিয়ে

বন্যার পানি পূবাহিত হবে এবং বন্যার পানি ৩ (তিন) দিনের বেশি স্থায়ী হবে, আবহাওয়া অধিদপ্তর থেকে বন্যার ৫ (পাঁচ) দিন পূর্বে এ ধরনের সংবাদ প্রচারিত হবে, তাহলে শুধুমাত্র নির্দিষ্ট উপকার ভোগীগণ পরিবার প্রতি ৫ (পাঁচ )হাজার টাকা আর্থিক সুবিধা প্রাপ্ত হবেন।

বন্যার পূর্বভাসের উপর ভিত্তি করে প্রার্থমিক প্রতিক্রিয়া কার্যক্রম বাস্তবায়নের কৌশল ঝুঁকিপূর্ণ এলাকায় জনসংখ্যার উপর দুর্যোগের ঝুঁকি এবং প্রভাব মূল্যায়ন করা।

EGPP এবং MCBP নির্বাচনের ফলে দুর্যোগ জনগোষ্ঠী উপকৃত হয়েছে কিনা যাচাই করা।

ডাটা বেখ প্রস্তুত করা। বন্যার পানি সর্বোচ্চ উচ্চতা পৌঁছানোর ৪/৫ দিন আগে সহায়তা প্রস্তুত করা।

প্রত্যন্ত অঞ্চলে জনসংখ্যার জন্য সঠিক সতর্কতা সংকেত প্রচার করা।

DDMC UDMC WDMC এর সাথে সমন্বয় করা।

সঠিক সময়ে সঠিক পরিবেশে সঠিক ব্যক্তিকে

মাসিক তথ্য প্রদান করা। কমিউনিটি জনগণ এবং স্টেক হোল্ডারদের যুক্ত করা। লিঙ্গ বৈচিত্রর প্রতি খেয়াল রাখা। সমন্বয়ে ও সহযোগিতা এবং কাজের গুণগতমান নিয়ন্ত্রণ করা।
চ্যালেঞ্জ ও উত্তরণের কৌশল, এলাকা অনুযায়ী জনবল কম এজন্য আগাম সাড়াদান প্রক্রিয়ার ইউনিয়ন পরিষদ স্বেচ্ছাসেবক সহ স্থানীয় জনসাধারণ সার্বিক সহযোগিতা কামনা করছি।
৬৫০০ জন সুবিধা ভোগীর বিকাশ নম্বর সঠিক ভাবে সংগ্রহ করা , অনেক কঠিন কাজ তবে বার বার রিচেক এর মাধ্যমে সঠিকতা নির্ণয় করা সম্ভব।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: