Home » বালিয়াকান্দি থানায় ডাকাতি মামলার ৫ আসামী গ্রেফতার

বালিয়াকান্দি থানায় ডাকাতি মামলার ৫ আসামী গ্রেফতার

by নিউজ ডেস্ক
views

রাজবাড়ী বালিয়াকান্দি থানার ডাকাতি মামলার রহস্য উন্মোচন” গত ইং-১১/০৩/২০২৪ তারিখ রাত অনুমান ০১.০০ ঘটিকার সময় বালিয়াকান্দি থানাধীন বাহির চর গ্রামের লিটন প্রামানিক এর বসতবাড়ী হইতে ৭/৮ জন ডাকাতগন আনুমানিক ৩,১৫,৩০০/-(তিন লক্ষ পনের হাজার তিন শত) টাকার স্বর্ণালংকার ও মোবাইল ফোন সহ নগদ ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা লুট করে নিয়ে যায়। এই সংক্রান্তে বালিয়াকান্দি থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি ডাকাতি মামলা রুজু করা হয়। যাহার বালিয়াকান্দি থানার মামলা নং-১৪, তারিখ-১১/০৩/২০২৪; ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০।

পুলিশ সুপার রাজবাড়ী’র দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকারের তত্বাবধানে, সুমন কুমার সাহা, পাংশা সার্কেল, রাজবাড়ী ও অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসেন, বালিয়াকান্দি থানা রাজবাড়ী স্যারের নের্তৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ রাজিবুল ইসলাম বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উক্ত মামলার ঘটনার সাথে জড়িত তদন্তেপ্রাপ্ত আসামী ১। মোঃ রেজাউল ঠাকুর(৪৭), পিতা-মৃত ইউসুফ ঠাকুর, সাং-জুঙ্গুরদী, থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুর, ২। মোঃ ফারুক মোল্লা(৪০), পিতা-মৃত আক্তার মোল্লা, সাং-ময়নদিয়া, থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুর, ৩। আমিরুল শেখ(৩২), পিতা-জাবের শেখ, সাং-তেলজুরী, থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুর, ৪। ইছাহাক মন্ডল(৩০), পিতা- লাল মাতুব্বর, সাং- কসবা কট্টি, থানা-সালথা, জেলা-ফরিদপুর, ৫। স্বরজিৎ দত্ত(৫২), পিতা- মৃত সুশীল দত্ত, সাং-ব্রাক্ষনকান্দা, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর মোট ০৫ জন আসামী গ্রেফতার করা হয়।

এ  মামলার ঘটনার বিষয়ে জড়িত থাকার কথা স্বীকার করে। তন্মধ্যে ৩ জন আসামী বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। পলাতক আসামী গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে। আসামীদের দেওয়া তথ্য মতে অত্র মামলার লুন্ঠিত হওয়া ০১(এক) টি স্বর্ণের চেইন, ০১(এক) জোড়া স্বর্ণের কানের দুল ও ০১(এক) টি স্বর্ণের আংটি এর সর্বমোট ১২ আনা গলিত স্বর্ণ এবং ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র একটি লোহার দা, একটি কাঠের বাট সহ কাচি দা, একটি লোহার রড এবং একটি PLATINA মোটর সাইকেল উদ্ধার করা হয়।

banner

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: