Home » মোটরসাইকেল-সহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে আরএমপির শাহমখদুম থানা পুলিশ।

মোটরসাইকেল-সহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে আরএমপির শাহমখদুম থানা পুলিশ।

by নিউজ ডেস্ক
১০২ views

মোটরসাইকেল-সহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে আরএমপির শাহমখদুম থানা পুলিশ।

এহেসান হাবীবঃ রাজশাহী মহানগরীতে ১টি চোরাই মোটরসাইকেল-সহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে আরএমপির শাহমখদুম থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বায়া মাছ বাজার এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো: মমিনুল ইসলাম (২৫)), পবা থানার বসন্তপুর বাগধানীর হাসিবুর রহমানের ছেলে মো: শিমুল ইসলাম (২৫) ও কর্ণহার থানার দর্শনপাড়ার মো: রেকবুল ইসলামের ছেলে মো: রবিন আলী (২২)।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৩ জানুয়ারি ২০২৩ দুপুর ১ টায় উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মো: নূর আলম সিদ্দিকীর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: নূরে আলমের নেতৃত্বে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান, এসআই মো: নাসির উদ্দিন ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পবা থানার বড়গাছী বাজার এলাকা হতে আসামি মো: মমিনুল ইসলামকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামি মমিনুলের দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর আড়াই টায় আসামি শিমুলকে তার বাড়ী হতে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যমতে বিকেল সাড়ে ৪ টায় অপর আসামি রবিন আলীকে তার বাড়ী হতে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়।

banner

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ২০২৩ আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ টি চোরাই মোটরসাইকেল-সহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ জনকে গ্রেফতার করে এবং আসামিদের কাছ থেকে ২ টি মোবাইল ফোন উদ্ধার করে।

পুলিশ কর্তৃক ২ টি মোটরসাইকেল ও ২ মোবাইল ফোন উদ্ধার সংক্রান্তে গত ৮ জানুয়ারি ২০২৩ শাহমখদুম থানায় ৩ জন আসামি-সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ১ টি উদ্ধারজনিত মামলা রুজু হয়। মামলা রুজুর পর হতেই শাহমখদুম থানা পুলিশ সংঘবদ্ধ চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে।

গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: