Home » শাকিবহীন বাংলাদেশের জয়

শাকিবহীন বাংলাদেশের জয়

by নিউজ ডেস্ক
views

টেস্টে দ্বিতীয় বার নিউ জ়িল্যান্ডকে হারিয়ে দিল বাংলাদেশ। এর আগে কিউইদের মাঠে তাদের হারিয়েছিল তারা। এ বার নিজেদের ঘরের মাঠেও নিউ জ়িল্যান্ডকে পরাস্ত করল বাংলাদেশ। শাকিব আল হাসানহীন দল দাপটে দেখাল কিউইদের বিরুদ্ধে। নাজমুল হাসান শান্তর নেতৃত্বে প্রথম টেস্ট খেলতে নেমেই জয় বাংলাদেশের। দু’ম্যাচের টেস্ট সিরিজ়ে ১-০ এগিয়ে গেলেন শান্তরা।

প্রথম ইনিংসে বাংলাদেশ ৩১০ রান তোলে। জবাবে নিউ জ়িল্যান্ড তোলে ৩১৭ রান। কেন উইলিয়ামসন শতরান করেন। গ্লেন ফিলিপ্স (৪২) এবং ড্যারিল মিচেল (৪১) চেষ্টা করলেও বড় রান তুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ তোলে ৩৩৮ রান। সেই ইনিংসে শতরান করেন শান্ত। অধিনায়ক হয়েই প্রথম ম্যাচে শতরান করেন তিনি। মুশফিকুর রহিম ৬৭ রান করেন। মেহেদি হাসান মিরাজ করেন ৫০ রান। নিউ জ়িল্যান্ডের সামনে ৩৩২ রানের লক্ষ্য রাখে বাংলাদেশ।

শেষ ইনিংসে লক্ষ্যপূরণ করতে পারলেন না উইলিয়ামসনেরা। তাইজুল ইসলামের দাপট দেখলেন কিউইরা। বল হাতে শাকিবের অভাব ঢেকে দিলেন তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিলেন বাঁহাতি স্পিনার। তিনি বার বার সমস্যায় ফেললেন উইলিয়ামসনদের।

banner

বিশ্বকাপে মাত্র দু’টি ম্যাচে জয়ের পর সমালোচিত হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। স্পনসর হারায় তারা। কিউইদের বিরুদ্ধে স্পনসরহীন ভাবেই খেলতে নেমেছিলেন শান্তরা। তাঁদের জার্সিতে কোনও সংস্থার লোগো দেখা যায়নি। তার উপর দলের অভিজ্ঞ ক্রিকেটার এবং নিয়মিত অধিনায়ক শাকিব ছিলেন না। খেলেননি লিটন দাসও। তার পরেও শক্তিশালী কিউইদের বিরুদ্ধে জয় তুলে নিলেন শান্তরা।

You may also like

Leave a Comment

NatunMatra Logo

সম্পাদক ও প্রকাশক: অভিলাস দাস তমাল

বার্তা সম্পাদক: এহেসান হাবিব তারা

উপদেষ্টা: মাসুদ রানা রাব্বানী

নিউমার্কেট পূবালী  ব্যাংকের গলি, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী – ৬১০০

মোবাইল: ০১৭৭২-৩৫৯২২২, ০১৭১১-৯৫৪৬৪৭ 

মেইল: news@natunmatra24.com

Edtior's Picks

Latest Articles

Natun Matra All Right Reserved. Designed and Developed by Ecare Solutions

শিরোনাম: